আল্লামা হাশেমীর কর্মজীবন মাজহাব-মিল্লাতে উৎসর্গীত

13

 

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও আন্জুমানে রজভীয়া নূরীয়া কাতার কেন্দ্র্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা বলেন, আল্লামা হাশেমীর (রহ.) সুদীর্ঘ কর্মজীবন ছিল দেশ ও মাজহাব মিল্লাতের কল্যাণে উৎসর্গীত। কিছু জঙ্গিবাদী ও ভিনদেশীয় এজেন্টরা যখন ইসলাম প্রিয় দেশের মানুষকে ইসলামের অপব্যাখার মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত ছিলো তখনই আল্লামা হাশেমী ইসলামের প্রকৃত ব্যাখ্যা প্রদান ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করেছিলেন। দেশকে জঙ্গীবাদী তৎপরতা থেকে রক্ষায় আল্লামা হাশেমীর ঐতিহাসিক ভূমিকা চির স্মরনীয় হয়ে থাকবে। জাতিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় সৌহার্দ্য ও সহনশীলতা স্থাপনে এ মহান আলেমের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। ১১ জুন বিকেলে কাজী মুহাম্মদ ফোরকান রেজার তত্ত¡াবধানে চট্টগ্রাম রজভীয়া নূরীয়া ফোরকানীয়া কম্প্লেক্সে উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, ওস্তাজুল মুহাদ্দেসীন, সুলতানুল মাশায়েখ, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) ওরছে পাকে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফটিকছড়ি হাদীনগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা শহিদুল আলম শাহ আলহাদী, মাওলানা আবু তৈয়্যব মুহাম্মদ মুজিবুল হক, আন্জুমানে খোদ্দামুল মোসলেমীন দুবাই আবির শাখার সাবেক সভাপতি মুহাম্মদ মনছুর আলম জিহান, রজভীয়া নূরীয়া ইসলামী সাংসস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের মুহাম্মদ সালামত রেযা কাদেরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফটিকছড়ি লেলাং রাঙ্গামাটিয়া আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম কাদেরী, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরী, মাওলানা মুহাম্মদ মাসুদ কাদেরী, শায়ের মুহাম্মদ ওসমান গনি, শায়ের মুহাম্মদ আহসান হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি