আজ যারা শিক্ষানবীশ একদিন তারাই আইন পেশায় বটবৃক্ষ হবেন

11

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা বলেছেন, নবাগতরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন। আইনের ছাত্র হিসেবে প্রত্যেক শিক্ষানবিশকে নতুন নতুন যুগোপযোগী আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সিনিয়রদের সকল কর্মকাÐ অনুসরণ ও অনুকরণ করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যারা শিক্ষানবীশ, তারাই একদিন এই আইনপেশার বটবৃক্ষ হবেন। জেলা জজ বলেন, প্রকৃত আইনজীবী হতে হলে পড়ার কোনো শেষ নেই, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গত শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবিশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার শেষ পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এসব কথা বলেন। সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএসএম বদরুল আনোয়ার, যুগ্ম জেলা জজ আবু সালেম মো. নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান রিটু। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ফৌজদারী কার্যক্রম ও বিচার ব্যবস্থা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন মো. কফিল উদ্দিন চৌধুরী, দেওয়ানী কার্যক্রম ও বিচার ব্যবস্থা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন রতন কুমার রায়, অর্থঋণ ও ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র আইনজীবী এসএম শওকত হোসেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন হায়দার, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন মনসুর চৌধুরী, পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, এএনএম রোকনুজ্জামান, মো. খোরশেদ আলম ও তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন শিক্ষানবিশ আইনজীবী। কর্মশালা শেষে শিক্ষানবিশদের শিক্ষা সামগ্রী এবং আইডি কার্ড প্রদান করা হয়।