আওয়ামী লীগের দুর্দিনে নাসিম ছিলেন অগ্নিশিখা

16

বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মানে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা ও মুক্তচিন্তা চেতনার শুদ্ধতার ইতিহাস। আর এ কালজয়ী ইতিহাসের স্বর্ণালী অধ্যায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা। বাঙালির ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস। বঙ্গবন্ধুর ইতিহাস মানে আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। পিতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর মতো সাহসী, দৃঢ়চেতা, দেশপ্রেমিক ও দলের আদর্শের প্রতি অবিচল বিশ্বাসে ছিলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ১৩ জুন মৌসুমী আবাসিক এলাকার চৈতালি হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, জাতীয় চার নেতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, দেশবরেণ্য রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম-এর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে ও সংগঠনের জেলা সমন্বয়ক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর। সভায় অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম বলেন, মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে একচুল পরিমানও বিচ্যুত হননি। তিনি সবসময় দল ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ছিলেন সতত অবিচল। সাধারণ সম্পাদক সম্পাদক আবুল বশর বলেন, মোহাম্মদ নাসিম একটি আলোকিত ইতিহাস। মোহাম্মদ নাসিমের অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুল আলম, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, মো: হাসান মুরাদ, মো. নাজমুল হুদা, জয়া চৌধুরী, লাকী আক্তার, সাথী কামাল, রাজা চৌধুরী, নন্দীনি চৌধুরী, শিল্পী সমতা বড়ুয়া, শিল্প মৃত্তিকা বড়ুয়া, ইমরান হোসেন রাসেল, মো. ইমাম হোসেন প্রমুখ। আলোচনা সভার শুরুতে মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি