আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মুস্তাফিজ-মুশফিক

2

 

প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ২০২১ সালের একাদশে আছেন সাকিব, মুশফিক ও মুস্তাফিজ। প্রকাশিত দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের। অন্য বছরের মত গত বছরেও এই ফরম্যাটে সাকিব আল হাসান তার অন্যন্য কীর্তি দেখিয়েছেন। নয় ম্যাচে ব্যাট হাতে দুই অর্ধশতকসহ করেছেন ২৭৭ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।
এই সময়ে মুশফিক হাকিয়েছেন এক সেঞ্চুরি। করেছেন ৪০৭ রান। এদিকে, ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন মুস্তাফিজ। দলের অধিনায়ক পাকিস্তানের বাবর আজম। পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ছাড়াও আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার পল স্টার্লিং ও সিমি সিং আছেন বর্ষসেরা ওয়ানডে দল। তবে অবাক করা বিষয় ক্রিকেটের তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার নেই এই দলে।