আইনজীবীদের অবস্থান কর্মসূচি

23

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে বাধা দেয়া এবং দীর্ঘদিনের ব্যবহৃত পার্কিং স্পেস দখল করা হয়েছে অভিযোগ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সমিতি। গত সোমবার কোর্ট হিলের আইনজীবী ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. শফিক উল্লাহ, সহসভাপতি মো. আজিজ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকি, মো. মুজিবুল হক, রতন কুমার রায় ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, আখতার কবির চৌধুরী, মো. নাজিম উদ্দিন চৌধুরী ও আইয়ুব খান, জহির উদ্দিন মাহমুদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, রফিক আহম্মদ, তসলিম উদ্দিন, জহুরুল আলম, এসএম অহিদুল্লাহ, মঈনুল আলম চৌধুরী টিপু, মাহতাব উদ্দিন চৌধুরী, কাজী মো. হাছান প্রমুখ। কর্মসূচিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী এ সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ণ করার অপপ্রয়াস এবং সমিতির নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাধা প্রদান সমিতির পুরাতন পানির সংযোগ সংস্কারকালে কাজ বন্ধ করার নানা তৎপরতা চলছে। বিজ্ঞপ্তি