অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

9

চলতি বছরের শুরু থেকেই অপ্রতিরোধ্য টেনিস উপহার দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রথম সেটেই হেরে বসলেন। এরপর দোর্দন্ড প্রতাপে ফিরে এসে রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি এখন সাবালেঙ্কা। চ্যাম্পিয়ন হওয়ার পর পাঁচ থেকে মেয়েদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে যাবেন তিনি। টেনিসের উন্মুক্ত যুগের পর ২৯ তম খেলোয়াড় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। সেই শিরোপা হাতে নিয়েই বেশ দৃআলিঙ্গনে বুঁদ হয়ে ২৪ বছর বয়সি এই বেলারুশ। নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর সাবালেঙ্কা বলেন, গত বছর অনেক হতাশার মধ্য দিয়ে কাটিয়েছি
আমরা। প্রচুর পরিশ্রম করেছি এবং এই ট্রফি তোমাদের (টিমের সদস্য) প্রাপ্য। আমার থেকেও তোমাদের অবদান এখানে বেশি। আমার জন্য
করা সবকিছুর জন্য ধন্যবাদ। সাবালেঙ্কার প্রথম হলেও রিবাকিনার এটি ছিল দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। গত বছর উইম্বলডনের শিরোপা
উঁচিয়ে ধরেন তিনি। সাবালেঙ্কার সঙ্গে তার জয়ের রেকর্ড ছিল শতভাগ।