অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: ড. গৌতম বুদ্ধ

22

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, বর্তমানে শান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে অশান্ত করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তির সহযোগিতায় কিছু চক্রান্তকারী ব্যক্তি অশুভ কাজ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা আজ প্রতিষ্ঠিত হয়েছে তা এই কুচক্রী মহলের কারণে ভূলুণ্ঠিত হবে। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার যদি না থাকে তাহলে এদেশ হবে আফগানিস্তান, এদেশ হবে পাকিস্তান। তিনি বলেন, কলির জাগ্রতা দেবী মা পাতাল কালী। মায়ের শক্তিকে নিজেদের মধ্যে জাগ্রত করে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে ধ্বংস করতে হবে। তিনি ৯ সেপ্টেম্বর সকালে শ্রীশ্রী পাতাল কালী মন্দিরের বার্ষিক সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক রিংকু শর্মা, তাপস কুমার নন্দী, সংগঠক বিশ্বজিৎ দেব, পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা অ্যাড. সুবীর কান্তি শীল। স্বাগত বক্তব্য দেন পাতাল কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ। সজীব দেবনাথের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক চন্দন মজুমদার ডেনি, সহ-যুগ্ম সম্পাদক রনি দেবনাথ, উপ-দপ্তর সম্পাদক সবুজ মিত্র মিঠু প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চন্ডীপাঠ, গীতাপাঠ, মন্দিরের প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শতাধিক বছরের পুরনো সীতাকুন্ডস্থ পাহাড়ী জনপদে মা পাতাল কালী এখন অসংখ্য ভক্তের পরম আশ্রয়। আন্তর্জাতিক তীর্থস্থান হিসেবে পাতালকালীকে শ্রীমন্দিরে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। অতি দ্রুত রাস্তা নির্মাণ, বিদ্যুতায়ন ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। বিজ্ঞপ্তি