২০২৩ সালে নারী বিশ্বকাপে অংশে নিবে ৩২ দল

30

২৪ দলের অংশগ্রহণে হয়েছিলো নারী বিশ্বকাপ। কিন্তু ২০২৩ সালে বিশ্বকাপে আরো ৮টি দল বাড়িয়ে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের নবম আসর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কাউন্সিল শেষে ফিফা এক বার্তায় জানিয়েছে, ‘নারী বিশ্বকাপের ২৪ দল থেকে ৩২ দলের প্রস্তাব সর্বসম্মতিক্রমে ফিফার কাউন্সিলে পাস হয়েছে। যা ২০২৩ বিশ্বকাপ থেকেই কার্যকর হবে।’ ১৯৯১ সালে ১২ দল নিয়ে শুরু হয়েছিল নারী বিশ্বকাপ। ১৯৯৯ সালে সেটা বেড়ে হয় ১৬ দলের। আর ২০১৫ সালে হয় ২৪ দল।
এবার হতে যাচ্ছে ৩২ দল। অন্যদিকে ১৯৩০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পুরুষদের বিশ্বকাপে ১৩ থেকে ১৬ দল অংশ নিয়ে আসছিলো। ১৯৮২ সাল থেকে সেটা বেড়ে হয় ২৪ দলের। আর ১৯৯৪ সালে হয় ৩২ দল। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে দল সংখ্যা হবে ৪৮।