১২ এপ্রিল কী ঘটতে যাচ্ছে ঢালিউডে!

49

বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির আল্টিমেটাম, হিন্দিসহ বিদেশি ছবি প্রথম দিনেই দেশে মুক্তি না দিতে দিলে ১২ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হবে দেশের সব প্রেক্ষাগৃহ! পাশাপাশি আরও একটি শর্ত থাকছে তাদের- দেশীয় ছবির নির্মাণ বাড়তে হবে। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের পাল্টা মন্তব্য, ‘প্রেক্ষাগৃহ বন্ধ হলেও সমস্যা নেই। বিকল্প ব্যবস্থায় চলচ্চিত্র প্রদর্শনী হবে।’ তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আলোচনাও হয়েছে তার।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি মন্তব্যের যোগফল এটাই দাঁড়ায়, ১২ এপ্রিল থেকে সত্যি সত্যি তালা ঝুলবে দেশের সবগুলো প্রেক্ষাগৃহে! ১২ এপ্রিলের দিনটিকে ঘিরে এমনই উত্তাপ চলচ্চিত্র সংগঠনগুলোতে। সমাধান না করেই প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গেছেন তারা। তবে সমীকরণটার আরও একটি বাঁক তৈরি করলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি জানালেন, ঘোষিত হল বন্ধের দিনই (১২ এপ্রিল) মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। আর তার কিছুদিন পর রোজার ঈদে আসবে তার প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ইতোমধ্যে ছবিটির জন্য অগ্রিম বুকিং পেয়েছেন শাকিব। মফস্বল এলাকার হলগুলো থেকেই রেকর্ড পরিমাণ বুকিংও পাচ্ছেন বলে জানালেন তিনি।