হোমিওপ্যাথি পরিষদের বিজ্ঞান সেমিনার

115

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এর আয়োজনে “বাহ্যপ্রয়োগ, মর্দন, জল ও বিভিন্ন উষ্ণতায় স্নানের প্রয়োজনীয়তা” বিষয়ক বিজ্ঞান সেমিনার গত ১৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে বাহোপ চট্টগ্রাম জেলার সভাপতি ও আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর প্রাক্তন চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমদ সুলেমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ডা. চয়ন কৃষ্ণ দাশ। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ডা. সাধন চন্দ্র পাল, বাহোপ কেন্দ্রিয় নেতা ডা. আব্দুর রহমান, বাহোপ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ডা. এস এম ছালে জাহাঙ্গীর, বাহোপ চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারন সম্পাদক ডা. এম এম রবিউল হোসাইন, বাহোপ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. এম এ গনি, বাহোপ চট্টগ্রাম জেলার কোষাধ্যক্ষ ডা. রতন কুমার বনিক, আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. তাপস ভট্টাচার্য। প্রধান অতিথি ডা. সালেহ আহমদ সুলেমান বলেন ঔষধ জিহবা ও মুখ দ্বারা গ্রহণের পাশাপাশি তরল ঔষধ মুখের শ্বাস ও নাকের ঘ্রানের মাধ্যমে প্রদান করলে এবং একই ঔষধ পিঠ ,বাহু ও হাতপায়ের সুস্থ ত্বকের উপর ঘর্ষন করলে আরোগ্যলাভ তরান্তি হয় বিশেষথ অজ্ঞান, স্পর্শকাতর ও স্নায়ুবিক প্রবন রোগীদের ক্ষেত্রে। আলেচনায় আরো অংশগ্রহণ করেন ডা. যতীন্দ্র নাথ বল্লভ, ডা. কাবেরী দাশ, ডা. খায়রুনেছা মুন্নি, ডা. মো. জামাল উদ্দিন, ডা. পলাশ ভট্টাচার্য্য, ডা. মো. হোসেন আলী, ডা. পরিমল বিকাশ বড়ুয়া, ডা. আ. ঘালিম, ডা. অনিমা পাল, ডা. ফারজানা শারমিন, ডা. এহতেশামুল হুদা, ডা. ফিরোজ, ডা. সঞ্জীব বড়ুয়া, ডা. মো. আব্দুস শুক্কুর, ডা. সরোজ কান্তি রায়, মুহাম্মদ আনোয়ারুল, মো. আব্দুল হালিম, কামরুল হাছান অপূর্ব প্রমুখ। বিজ্ঞপ্তি