হালেপের সামনে শীর্ষে ওঠার হাতছানি

45

মেয়েদের র‌্যাংকিংয়ে এক নম্বরে আছেন জাপানের নাওমি ওসাকা। মিয়ামি ওপেন থেকে ছিটকে যাওয়ায় শীর্ষ এই আসনটায় পুনরায় আসীন হওয়ার হাতছানি এবার সিমোনা হালেপের সামনে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর হালেপকে স্থানচ্যুত করেন ওসাকা। বর্তমানে তিন নম্বরে থাকা হালেপ পুনরায় এক নম্বরে আসতে পারবেন যদি শিরোপা জেতেন মিয়ামিতে। তৃতীয় রাউন্ডে হালেপ জেয় পেলেও পোলোনো হেরকগের বিরুদ্ধে তার শুরুটা ছিলো হার দিয়ে। ৫-৭ গেমে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়ান পরের দুই সেটে। জেতেন ৭-৬(৭-১) ৬-২ গেমে। চতুর্থ রাউন্ডে ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হবেন হালেপ। সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ভেনাস তৃতীয় রাউন্ডে হারিয়েছেন ২১ বছর বয়সী রাশিয়ান ডারিয়া কাসাতকিনাকে। ৭৫ মিনিটের এই লড়াইয়ে কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি ভেনাসকে। জেতেন ৬-৩, ৬-১ গেমে।