হাজেরা-তজু স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী

291

হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ এবং চিটাগাং কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। চোখ ধাঁধানো পরিবেশে তৈরি হওয়া শিক্ষা প্রতিষ্ঠান দুইটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে তেমনি সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে চলেছে অদম্য গতিতে। সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও সভাপতি, হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ ও চিটাগাং কিন্ডারগার্টেন। বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, মনোরম শিক্ষা পরিবেশ সৃষ্টিতে নুশিস বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর প্রদীপ চক্রবর্তী, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এসডিজি এর চতুর্থ লক্ষ্য সবার জন্য শিক্ষা বাস্তবায়নে নুশিস শিক্ষা অঞ্চল বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল। জনাব মাত্বর আব্দুল মোমেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক, প্রাক্তন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনী, জনাব মোহাং দবির উদ্দীন খাঁন, অধ্যক্ষ, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ, জনাব সাইফুদ্দিন খালেদ (সাইফু), কাউন্সিলর, ৪নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম। স্বাগত বক্তব্য রাখেন হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত ও চিটাগাং কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন। আলোচনা সভা ও ক্রীড়া প্রদর্শনের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় দুপুর ২ টায়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল সবার মূল আকর্ষণ। বিজ্ঞপ্তি