স্বাস্থ্য পরিচালক দপ্তর কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ

28

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিম্ন শ্রেণির সরকারী-বেসরকারী কর্মচারী ও এলাকার কিছু সংখ্যক অসহায় মানুষের মাঝে খাবারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এসব সামগ্রী বিতরণ করেন। সামগ্রীর মধ্যে ছিল-চাল, সেমাই, ছোলা, খেজুর, লবন, সোয়াবিন তেল, পিঁয়াজ, সাবান, মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ কমরুল আযাদ ও মেডিকেল অফিসার (সমন্বয়কারী) ডাঃ নাবীল চৌধুরী সহ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতা থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে হাত পরিস্কার করতে হবে। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে। অপরিস্কার হাত দিয়ে চোখ, নাক, ও মুখ স্পর্শ করা যাবেনা। বিজ্ঞপ্তি