স্প্যানিশ লিগের ধারাভাষ্যকার বাংলাদেশের অধিনায়ক

42

লা লিগার সঙ্গে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার নাম এবারই প্রথম জড়াতে যাচ্ছে না। কিছুদিন আগেই স্প্যানিশ লিগের দক্ষিণ এশিয়ার জন্য নির্দিষ্ট অফিশিয়াল ফেসবুক পেজে হাজির ছিলেন জামাল। আবারো লা লিগার আসর নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন লাল-সবুজের অধিনায়ক। জাতীয় দল এবং প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব জামাল ভূঁইয়াকে বেইন স্পোর্টসের হয়ে লা লিগা ম্যাচে ধারাভাষ্য দিতে যাওয়ার অনুমতি দিয়েছে। জামাল ভুঁইয়া অবশ্য স্পেনে যাচ্ছেন না ধারভাষ্য দিতে। তিনি যাচ্ছেন দুবাইয়ে। যেখানে তাকে ম্যাচে ধারাভাষ্য দেবার পাশাপাশি ম্যাচের শুরু, শেষে এবং মধ্য বিরতিতে ম্যাচ এনালাইসিসের কাজও করতে দেখা যাবে। ১৮ মে স্প্যানিশ লিগের শেষ দিনে ম্যাচ আছে মোট ১০টি। সেদিন লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মাঠে নামবে। দুই ম্যাচের যেকোনো একটিতে ধারাভাষ্য ও ম্যাচ বিশ্লেষণ করবেন জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া।
কোন ম্যাচটিকে বেছে নেবেন সেটি তবে এখনো চূড়ান্ত করেননি বাংলাদেশ অধিনায়ক। জামাল দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন ১৭ মে। দুবাই থেকে ঢাকায় ফিরবেন ১৯ মে। দেশে ফেরার পর চার দিন বিশ্রামের সুযোগ পাবেন জামাল ভূঁইয়া। এরপর জাতীয় দলের সঙ্গে চলে যাবেন থাইল্যান্ডে। সেখানে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বলে রাখা ভালো, আগামী ৬ জুন লাওসের বিপক্ষে জামাল ভূঁইয়ার দল মাঠে নামবে। সেটি বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ, অনুষ্ঠিত হবে ভিয়েনতিয়েনে। আর ফিরতি ম্যাচ ১১ জুন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।