‘সুস্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই’

54

ভোক্তারা সর্বত্র হয়রানির শিকার। সকল ক্ষেত্রে বিশেষত পাবলিক পণ্য ও প্রাইভেট পণ্য দ্রব্যাদির সেবা গ্রহণে অত্যধিক সচেতনতা নিশ্চিত করতে হবে। কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপনকল্পে গত ১৫ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ।
সিআরবি’র কেন্দ্রীয় মহাসচিব নক্শাবিদ কেজিএম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক ড. আজাদ বুলবুল। ডা: নাহিদ নূস্রাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন, মানবাধিকার কমিশনের গভর্নর লায়ন সিতারা গফফার, খাদ্য অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম, সিআরবি-চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠক ইকবাল মুন্না, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সুরক্ষায় অবদানের জন্য চারজন পেশাজীবি যথাক্রমে ডা: মুহাম্মদ সিরাজুল হক, মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন এরশাদ, তথ্য প্রযুক্তিতে সাব্বির আহম্মেদ, সমাজসেবী মো: আবদুল হান্নান মুন্সীকে কনজ্যুমার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলী, সংগঠনের অর্থ সম্পাদক আলহাজ্ব সোলায়মান বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন, আবু ইউসুফ মজুমদার মানিক, জাহানারা আবেদীন, ইকবাল ইবনে মালেক, শফিকুল ইসলাম রাব্বী, সাইফ মাহমুদ আরক, খোরশেদ আলম চৌধুরী সুজন, এ এম মাসুদ উদ্দীন, প্রলয় দাশ, আরিফুল ইসলাম হৃদয়, এম এ হাসান সেকান্দর, মোহাম্মদ নূরনবী সাহেদ, এইচ এম ওসমান গণি চৌধুরী। বিজ্ঞপ্তি