সুর সপ্তক বিদ্যাপীঠের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

169

শাস্ত্রীয় সংগীতের সর্বজন শ্রদ্ধেয় উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণে তাঁর প্রতিষ্ঠিত সুর সপ্তক সংগীত বিদ্যাপীঠ আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিদ্যাপীঠের সভাপতি ডা. দুলাল কান্তি চৌধুরীর সভাপতিত্বে গত ১৫ জুন শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সমবেত পরিবেশনার মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস.এম.আবুল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ উস্তাদ মাসুদ হোসেন, বিদ্যাপীঠের সহ সভাপতি মৃণালিনী চক্রবর্তী। সভায় বক্তরা বলেন উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার সংগীত জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন চট্টগ্রামে তথা সমগ্র বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতাঙ্গনে তারই অবদানের ফসল। বর্তমানে বাংলাদেশের শাস্ত্রীয় সংগীত শিল্পী, শিক্ষক তাদের প্রায়ই উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার হাতে গড়া। সংগীতাঙ্গনে তাঁর অনস্বীকার্য অবদানের সত্তে¡ও রাষ্ট্রীয়ভাবে তার প্রতি এখনো সম্মান জানানো হয়নি। আলোচকবৃন্দ উস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি জানান। দ্বিতীয় পর্বে সুর সপ্তক বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৩য় পর্বের শুরুতে ইমন রাগের খেয়াল পরিবেশন করেন শিল্পী ছোঁয়া ভৌমিক, যোগ রাগের খেয়াল পরিবেশন শিল্পী তৃণা চৌধুরী, রাগ মধুবন্তী পরিবেশন করেন উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কন্যা শিল্পী ফাল্গুনী বড়ুয়া, দরবারে রাগে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন উস্তাদ মাসুদ হোসেন, তবলায় সহযোগিতা করেন শিল্পী রাজীব চক্রবর্তী, শিল্পী প্রদীপ নন্দী, শিল্পী সৈকত দত্ত, হারমোনিয়ামে সহযোগিতা করেন ফাল্গুনী বড়ুয়া, নবনীতা চৌধুরী, প্রমিত বড়ুয়া, মিঠুন চক্রবর্তী, তানপুরায় সহযোগিতা করেন প্রিয়াংকা বড়ুয়া, সম্পদ বড়ুয়া, অমলেন্দু রাহা, বেহেলায় সহযোগিতা করেন শিল্পী শ্যামল চন্দ্র দাশ। পরিশেষে দলীয় নৃত্য পরিবেশন করেন মধুবন্তী সংগীত নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। নৃত্য পরিচালনা করেন সুমি চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ ভদ্র। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে সুর সপ্তক সংগীত বিদ্যাপীটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি