সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব গ্রেটার চিটাগং

20

গত ১ সেপ্টেম্বর রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মান্থ ও জেলা গভর্নর’র মেন্ডেটরি প্রজেক্টের আওতায় ইউসেপ কর্তৃক পরিচালিত স্কুলের ১০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর এক বছরের শিক্ষাবিষয়ক সকল ব্যয়ভার ক্লাবের পক্ষে বহনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব সভাপতি আজিজ-উল-গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে প্রকল্পের উদ্বোধন করেন রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশের গর্ভণর এম. আতাউর রহমান পীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক ফার্স্ট লেডী রোটারিয়ান ফিরোজা বেগম, এডিশনাল লে. গভর্ণর সিপি মোহাম্মদ শাহজাহান, এসিস্ট্যান্ট গভর্নর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ইউসেপের রিজিওনাল ম্যানেজার ইনজিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া ও প্রধান শিক্ষক আবদুল আলিম। আরো উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি সৈয়দা কামরুন্নাহার, সদস্য আমজাদ হোসেন, মো. শামসুদ্দিন, মো. বেলাল, মিজানুর রহমান আপন, ফিলিপ গোমেজ ও ইউসেপের দেবাশীষ সেন প্রমুখ। প্রধান অতিথি আতাউর রহমান পীর তাঁর বক্তব্যে বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ঘোষিত বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মান্থ কর্মসূচির প্রথম দিনে যে সহায়তা প্রদান করেছেন তা সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাছাড়াও অন্যান্য রোটারি ক্লাবসমূহ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে ও ঝরে পড়া শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। বিজ্ঞপ্তি