সুন্নিয়তই মানবমুক্তির অবিকল্প আদর্শিক প্লাটফর্ম

66

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী (মু.জি.আ) বলেন, তাওহিদ রেসালত ও বেলায়তই হচ্ছে ইসলামের মূল নির্যাস। প্রিয় নবীর (দ.) প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, আউলিয়ায়ে কেরামের পদাংক অনুসরণ এবং মজবুত ঈমান আক্বিদাই হচ্ছে একজন মুসলিমের ঈমানদারিতার পূর্বশর্ত। আল্লাহ পাককে সবাই মানেন ও স্বীকার করেন। কিন্তু শানে রেসালত ও বেলায়তই হচ্ছে ঈমানের ভূষণ। তা না মানলে ঈমানদার হওয়া যাবে না। তিনি আরো বলেন, সুন্নিয়তই মানবমুক্তির অবিকল্প আদর্শিক প্লাটফরম। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার সালানা জলসায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক আন্তর্জাতিক বক্তা আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মাদ জুবায়ের রেজভী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবু আহমদ সওদাগর। মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন কাদেরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আন্জুমানে রজভীয়া নূরীয়া কাতার শাখার সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা। ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন আল মাদানী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রজভী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা ওসমান গণি জালালী, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা আব্দুল কাদের রজভী, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইসমাঈল আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান, লাল মিয়া সওদাগর, তোতা মিয়া সওদাগর, মাহবুবুল আলম সওদাগর, খোরশেদুল আলম, জসিম কোম্পানী, তাজ মুহাম্মদ সওদাগর, মানিক সওদাগর, তৌহিদুল আলম সওদাগর, মুহাম্মদ বিপ্লব, মুহাম্মদ জাহেদুল হক, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, হযরত মাওলানা বোরহান নেজামী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ এরফান নেজামী, মুহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি