সিনিয়রস ক্লাবে ভালোবাসার উৎসব

50

প্রতি বছরের ন্যায় এবারও পালন হল ভ্যালেনটাইন’স ডে। ফুলেল শুভেচ্ছার ভেতর দিয়ে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে সিনিয়র’স ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী বলেন ভ্যালেনটাইন’স ডে নিয়ে অনেক গল্প ও ইতিহাস প্রচারিত থাকলেও একটা গল্প আমাকে উজ্জীবিত করেছে। “সম্রাট” দ্বিতীয় ক্লডিয়াম ২০০ খ্রিষ্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষনা দেন যুবকরা শুধু যুদ্ধে যাবে। তার বিরোধিতা করেন সেন্ট ভ্যালেন্টাইন নামে এক যাজক। তিনি সেই স্বৈরাচার রাজার কথা অমান্য করে যুবক যুবতীদের বিয়ে পড়ান। স¤্রাট ক্ষুব্দ হয়ে তাকে মৃত্যুদন্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারী। সুতরাং আজকের দিনটি যেমন ভালবাসার দিন তেমনি দ্রোহেরও দিন। অন্যায়কে প্রতিবাদ করার দিন। যারা এককভাবে সব কিছুকে শাসন করতে চায় তাদেরকে ভালবাসা ও সহমর্মিতার মাধ্যমে প্রেমের আহবান জানাই। সেই সাথে আমরা উচ্চারণ করতে পারি, দেশপ্রেম সবার মাঝে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি ও পরিবেশকে মানুষ ভালো জানুক। পরিহার করি পরনিন্দা ও পরচর্চা। আসুন বলি সহজ মানুষ ভজে দেখ না মন দিব্যজ্ঞানে।
অনুষ্ঠানে কেক কাটেন সাবেক মন্ত্রী ও ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ক্যাপ্টেন সাফায়েত আহম্মদ খান, প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী ও প্রেসিডেন্টের সহধর্মিণী জেব-উন-নেসা চৌধুরী লিজা, ভাইস-প্রেসিডেন্ট বেলায়েত হোসেন ও তাঁর সহধর্মিণী সানজিদা নাসরিন, ক্লাবের সদস্যা মিসেস রুখসানা খান, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আব্বাস, এম.এ. কবির মিল্কি, মোহাম্মদ মহিউদ্দিন, গোপাল কৃষ্ণ লালা এবং ওয়ালিউল আবেদীন সাকিল। সন্মানিত মেম্বারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা কাঞ্চন, পরিমল কান্তি চৌধুরী, এম.আর. দে (এফসিএ), সামশুল আলম চৌধুরী, আবু বকর চৌধুরী, খায়রুল ইসলাম খান, আবুল বশর, নোয়েল জি. ম্যান্ডিস, ইঞ্জিঃ আবুল কাশেম, প্রদীপ পাল (এফসিএ) ডা. সরফরাজ খান চৌধুরী, লিয়াকত আলী খান, সমশের তসলিম, মোহা. মানিক বাবলু, মো. শাহ্্ আলম, মোহাম্মদ খান, মো. মোরশেদ, মির্জা শওকত আলী চৌধুরী (মামুন), মো. রেজাউল হায়দার রিজু, মোহাম্মদ ছৈয়দ, মো. শাহ্্জাহান, মো. আবু তাহের, ডা. প্রকাশ বিশ্বাস, মো. শফি, সিরাজুল হক আনসারী, অশোক কুমার সাহা, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, ডা. শেখ মো. শফিউল আজম, মো. মফিজুর রহমান, ইঞ্জি. বিজয় কৃষাণ চৌধুরী, জাহেদুল ইসলাম মিরাজ, এডভোকেট মনতোষ বড়–য়া, অঞ্জন শেখর দাশ, শেখ মোহাম্মদ ইয়াকুব, ডা. ভাগ্যধন বড়ুয়া, ডা. ইমাম হোসেন রানা, ডা. রেজাউল করিম, মো. মুহিতুল আলম, মো. রফিকুল আলম, মো. ছগির চৌধুরী, অমর কৃষ্ণ ভট্টচার্য্য, শহিদুল আনাম চৌধুরী, আমিনুল ইসলাম, পান্না লাল সেনগুপ্ত, ডা. সেলিম, জাহাঙ্গীর খালেদ, খালেদ এস. আহম্মদ সান্টু, মো. এয়াকুব চৌধুরী, মো. মুছা, সিরাজুল ইসলাম, সৌরিন দত্ত, অশেষ কুমার উকিল, আবছার মিয়া, মোশারফ্ফ হোসেন মিন্টু, ডা. জসিম উদ্দিন, মোহাম্মদ ফজলুল করিম ভূঁইয়া টিপু, মোরশেদুল আনোয়ার চৌধুরী, ডা. নাছির উদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহম্মদ, ডা. নেজাম উদ্দিন প্রমুখ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন এবং তাঁদের পরিবারবর্গ। অনুষ্ঠানের পর্যায়ক্রমে সন্ধ্যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং উপস্থিত সকলকে নৈশ ভোজনে আপ্যায়িত করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ হাসান, বৃষ্টি, রেখা ও সুপ্রিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ক্লাবের সম্মানিত সদস্য এম.এ. তাহের। অনুষ্ঠান উপস্থাপনা করেন লুবাবা ফেরদৌসী সায়কা। বিজ্ঞপ্তি

চিটাগাং ক্লাবে
ভালোবাসা দিবস
উদযাপিত
নগরীর ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব লি.-এ উদযাপিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ক্লাব অডিটরিউমে সপরিবারে জমায়েত হয় ক্লাব সদস্যরা। রাত ৯টায় অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু হয় বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ নুরুদ্দিন জাবেদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লি.-এর চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী।
তিনি আজকের ভালবাসা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারী ক্লাব সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্লাব সদস্যদের মাঝে সম্প্রীতির বন্ধন ও ঐতিহ্য বজায় রাখতে আমদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ক্লাবের ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাস সাগর, কমিটি মেম্বার এস এম শফিউল আজম, সালাউদ্দিন আহমেদ, মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), সুলতানুল আবেদীন চেীধুরী, আবু আহমেদ হাসনাত, ডা. অলক নন্দি, মো. জাহিদ সুলতান টিপু এবং বিনোদন সাব কসিটির কনভেনার আমানউল্লাহ আল ছগির ছুট্টু সহ ক্লাব মেম্বাররা সপরিবারে উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি