সাহিত্য-সংস্কৃতিতে চট্টগ্রামের ভূমিকা বিষয়ক সভা

31

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে গত ১২ জুলাই সন্ধ্যায় কদমমোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে চট্টগ্রামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও হারানো দিনের গান নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক মো: জসীম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র, কবি ও সাহিত্যিক মোহাম্মদ জোবায়ের। আলোকিত অতিথি ছিলেন কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব মো: কামাল উদ্দিন। উদ্বোধক ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাস্টার অজিত কুমার শীল। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ চট্টগ্রামের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষক বাবুল কান্তি দাশ, বিশিষ্ট সংগঠক চন্দন পালিত, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, স্বাগত বক্তব্য রাখেন মোপলেস এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল বড়–য়া, ডা: আশীষ চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল ধর, সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ, তবলা শিল্পী রতন চক্রবর্ত্তী, সংগঠক সুজিত চৌধুরী মিন্টু, সাংবাদিক রোকন উদ্দিন, সাংবাদিক ইমরান সোহেল, তবলা শিল্পী কানুরাম দে, রূপম নাথ, মৃদুল কান্তি দেব, আশরাফ উদ্দিন মো: রিয়াদ, তানরিফুল ইসলাম জিল্লু, মো: নাঈমুল হান্নান, শান্তুু সেন, কামরুল হাসান ইমন, আরিফুল ইসলাম (বাপ্পু), নিলয় দে, রতন ঘোষ, রতœারাণী সিংহা, সীমা রক্ষিত ও জাফর আলম প্রমুখ। শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ’র পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী বিবেকানন্দ বিশ্বাস, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী নারায়ণ দাশ ও তরুণ প্রজন্মের তারকা শিল্পী রিমি সিন্হা। প্রধান অতিথি মোহাম্মদ জোবায়ের বলেন, শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম যা সৃষ্টি করে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ কবি, সাহিত্যিক ও শিল্পীরা শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মোপলেস এর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করার জন্য সংগঠনের কর্মকর্তাদের তিনি সাধুবাদ জানান। সভার সভাপতি মো: জসীম উদ্দিন চৌধুরী বলেন, প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মোপলেসের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানে সফল করার জন্য তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে বরেণ্য গীতিকার-সুরকার-শিল্পী, নাট্য নির্দেশক, অভিনেতা ও আবৃত্তিকার শান্তুনু বিশ্বাস’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার সদ্গতি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি