সাইবার ক্রাইম ইউনিটে গেলেন জেসিয়া

30

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের নামে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। এবার এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন এই তারকা। ১২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। আলাপ করে বিস্তারিত। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এই তারকা।ঘটনাটি নিয়ে ২০১৭ সালের এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে কিছু ফেক ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। বিশেষ একটি মহল এটি করছে বলেই আমার ধারণা। তাই আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’
তিনি আরও বলেন, ‘মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অভিযোগ দায়ের করলাম। আশা করছি, সাইবার ইউনিট দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’ জেসিয়া বেশ কিছুদিন ধরেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গেও তার কিছু ভিডিও আছে, ছিল প্রেমের সম্পর্কও। এগুলো নিয়েও বেশকিছু অপপ্রচার রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।