সভাপতি পদপ্রার্থী দ্রগবাকে তোরের সমর্থন

29

আইভরিয়ান ফুটবল অ্যাসো-সিয়েশনের (এফআইএফ) সভাপতি হওয়ার চেষ্টা করছেন দিদিয়ের দ্রগবা। সাবেক চেলসি কিংবদন্তি সেই অভিযানে বিশাল এক সমর্থনও পেয়ে গেছেন ইতোমধ্যে। ৪২ বছর বয়সী সাবেক ব্লুুজ স্ট্রাইকারকে সমর্থন জানিয়েছেন তার সাবেক জাতীয় দলের সতীর্থ ইয়াইয়া তোরে। আইভরি কোস্টের তো বটে, আফ্রিকান ফুটবল ইতিহাসের অন্যতম দুই সেরা তারকা দ্রগবা এবং তোরে। দু’জনের সম্পর্কটাও ভ্রাতৃত্বসুলভ। দ্রগবাকে সমর্থন জানিয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার বলেন, ‘আমাদের ফুটবলের পরিবর্তনের সময় এটা। আমাদের ফুটবলে আধুনিকত্ব দরকার। যখন আমি বলি, আমি দ্রগবাকে সমর্থন করি, তখন এটা আমাদের দেশের ভালোর জন্যই। তার মানের প্রাক্তন খেলোয়াড়কে আফ্রিকার প্রয়োজন।’
সভাপতি পদে সাবেক আইভরি কোস্ট অধিনায়ক দ্রগবার অন্য দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সরি দিয়াবাতে এবং এফআইএফ’র ভাইস-প্রেসিডেন্ট ইদ্রিস দিয়ালো। তোরের সমর্থন পেলেও অবশ্য দ্রগবার এই প্রচেষ্টাকে এখনও অনেক খেলোয়াড় সমর্থন জানায়নি।