সঙ্গীত পরিষদের চিত্রকলা প্রদর্শনী ৬ ও ৭ ফেব্রূয়ারি

27

চট্টগ্রামের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অঙ্কিত ছবি নিয়ে আগামী ৬ ও ৭ ফেব্রূয়ারি ২০২০ সঙ্গীত পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৬ ফেব্রূয়ারি বিকেল ৪টায় দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক সৌমেন দাশ। প্রধান অতিথি থাকবেন এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ মিসেস তহুরুন সবুর ডালিয়া, বিশেষ অতিথি থাকবেন আঁলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্ত্তী। বিকেল ৫টায় ‘ধন্য বলি তারে’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭ ফেব্রূয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে চিত্রাংকন প্রতিযোগিতা এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে। এরপর বিকেল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আঁলিয়স ফ্রঁসেজ এর পরিচালক ড. সেলভাম থোরেজ। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর রীতা দত্ত ও সাংবাদিক কাঞ্চন মহাজন। সন্ধ্যা ৬টায় ‘মুক্তির মন্দির সোপান তলে’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। চিত্রাংকন প্রতিযোগিতার ফরম পরিষদ থেকে আগামী ৪ ফেব্রূয়ারি’র মধ্যে সংগ্রহ করে জমা দিতে হবে। এই আয়োজনে সঙ্গীত পরিষদের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব:) আবদুল মতিন ও সম্পাদক তাপস হোড় অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি