‘শিক্ষার্থীর মায়ের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে যায়’

91

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে প্রাথমিক শিক্ষা গুণগত মানোন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ঝড়ে পড়া রোধ, স্কুলে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রকল্প নিয়ে উপবৃত্তি চালু করেছেন প্রধানমন্ত্রী। মোবাইল ব্যাংকিং সিস্টেমে শিক্ষার্থীর মায়ের মোবাইল নাম্বারে একটি ম্যাসেজের মাধ্যমে উপবৃত্তির টাকাগুলো পৌঁছে যায়। এতে করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপকৃত হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সর্ববৃহৎ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে। সারাদেশে ১ কোটি ৩৭ লক্ষ সুবিধাভোগী শিক্ষার্থীর মায়েরা ১ কোটি ২৩ লক্ষ মোবাইল একাউন্টের মাধ্যমে সরাসরি রূপালী ব্যাংক শিওর ক্যাশে টাকা পেয়ে যাচ্ছে। উপবৃত্তির টাকা উত্তোলন করতে কোন খরচ লাগে না। টাকা উত্তোলন করতে যদি কোন ধরনের হয়রানি ও অনিয়ম হলে তা আমাদেরকে জানাবেন। উপবৃত্তি ডিজিটালাইজড করার ফলে কম্পিউটারে একটি ডাটা বেইজ থেকে যায়। এ প্রকল্পে বিদেশি কোন অনুদান নেই। শতভাগ উপবৃত্তি প্রধানমন্ত্রীর অবদান। গত ১৬ মার্চ আইস ফ্যাক্টরি রোডস্থ পিটিআই অডিটরিয়ামে আয়োজিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি প্রদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উপবৃত্তি প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোছাম্মৎ তাশমিন শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া, রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগের জিএম মো. জাহাঙ্গীর ও প্রগতি সিস্টেম লিমিটেডের নির্বাহী কর্মকর্তা ড. শাহদত খান। প্রশিক্ষণ কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে উপবৃত্তি প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন উপবৃত্তি প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী। রূপালী ব্যাংক শিওর ক্যাশের মূল বিষয়টি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সহকারী ভাইস প্রেসিডেন্ট জহুরুল ইসলাম। বিকেল সাড়ে ৩ টায় পিটিআই অডিটরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, পিটিআই সুপার কামরুন নাহারসহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটরসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বিজ্ঞপ্তি