শিক্ষকরাই সুশিক্ষিত করতে পারেন নতুন প্রজন্মকে

86

শিক্ষকরাই আমাদের শক্তি। তারা একটি সুন্দর দেশ গড়ার কারিগর। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে তৈরি করতে শিক্ষকদের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করলেন চট্টগাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত শনিবার দুপুরে হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, মিলাদ ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলমের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস জেসমিন পারভীন জেসী ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস রেহানা আক্তার খানম শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হক ও আনোয়ারা বেগম বক্তব্য রাখেন। সিটি মেয়র আরো বলেন জীবনের লক্ষ্য স্থির করার পথ এই এইচএসসি পরীক্ষা। মেধা ও মনের বিকাশ সাধন করে নিজের প্রতিভার পরিচয় প্রকাশিত হওয়ার সময়। এই পরীক্ষার ভাল ফলাফলের উপর একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করে। এই পরীক্ষার্থীরা ইতোপূর্বে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে। তাই উৎকণ্ঠার কোন কারণ নেই। একজন পরীক্ষার্থী সাধারণত পরীক্ষার পূর্বেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে। এইচএসসি পরীক্ষা হতে আর মাত্র একটি দিন বাকী। এর মাঝেই সকল পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করে নিয়েছে। আর যেটুকু সময় আছে তাতে নতুন করে কোন কিছু না পড়ায় ভাল। তাই শিক্ষার্থীদেকে পুরানো পড়াগুলো বার বার ঝালাই করে নেওয়ার পরামর্শ দেন মেয়র। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি