শাহসূফি ছালেহ জহুর ওয়াজেদীর বার্ষিক ওরশ ১৪ ও ১৫ জানুয়ারি

61

সুলতানুল ওয়ায়েজিন অলিয়ে কামেল আমিরুল হুজ্জাজ আল্লামা শাহসূফি ছালেহ জহুর ওয়াজেদীর (রহ) দুইদিনব্যাপী দ্বিতীয় বার্ষিক ওরশ শরিফ ১৪-১৫ জানুয়ারি সোম ও মঙ্গলবার বায়েজিদ ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ) মসজিদ ও মাজার কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে। শাহ আমানত হজ কাফেলা ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওরশ শরিফের প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন মজিদ, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, সকাল ৯টা থেকে ফ্রি খতনা ক্যাম্প, বাদে জোহর তিন শতাধিক গরিবের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, ক্বিরাত, হিফজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বাদে মাগরিব মিলাদ মাহফিল। ১৫ জানুয়ারি মঙ্গলবার ওরশ শরিফের সমাপনী দিনের কর্মসূচিতে থাকছে মাজার শরিফে গিলাফ চড়ানো, খতমে বুখারি শরিফ ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ), বাদে মাগরিব ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী (মুজিআ)কে গুণী সংবর্ধনা, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) এর জীবনী আলোচনা, রাত ৯টা থেকে মিলাদ মাহফিল এবং রাত ১০ টায় দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত।
দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। মুখ্য আলোচক থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। এছাড়াও বিশিষ্ট পদস্থ ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরাম মাহফিলে অতিথি ও আলোচক থাকবেন। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন শাহ আমানত হজ কাফেলা ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিন। ওরশ মাহফিলে দ্বীনদার ভক্ত জনতার অংশগ্রহণ কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি