শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ

239

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বন্দর জোনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩ সেপ্টেম্বর নিশ্চিন্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে থানা পরিচালক মোহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আল-হারামাইন হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ ইদ্রিছ আল ক্বাদেরী। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি ৩৮নং ওয়ার্ড সভাপতি হাজী মুহাম্মদ হাসান। আলোচক ছিলেন আহলে সুন্নাত সমন্বয় কমিটি বন্দর থানার অর্থ সচিব কাজী মুহাম্মদ হানিফ। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ.এম শহিদুল্লাহ। বিশেষ বক্তা ছিলেন স্মৃতি বৃত্তি চট্টগ্রাম মহানগর দক্ষিণ সচিব মুহাম্মদ রেজাউল করিম। ইয়ার আহমদ জামশেদ ও মুহাম্মদ নাঈম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম তাহের, মুহাম্মদ হুসেইন, আব্দুল খালেক, আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মুহাম্মদ মোজাহের, মুহাম্মদ জহির উদ্দীন, মুহাম্মদ শিহাব উদ্দীন, ইয়াকুব আলি শোয়েব, গিয়াস উদ্দীন, উসমান গণি, সাইমন রেজা, শামীমুল ইসলাম, আতিক, খায়রুদ্দীন সাইফুল প্রমুখ। প্রধান অতিথি মাওলানা ইদ্রিছ বলেন, প্রতিটি শিশু জন্ম গ্রহণ করে
স্রষ্টা প্রদত্ত মেধা নিয়ে। তবে তা প্রথমে নির্ভর করে তার পরিবারের উপর। একটু বড় হওয়ার সাথে সাথে শিক্ষকের উপর ও পরিবেশের উপর। একটি জাতির মেরদন্ড হলো শিক্ষা। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। এতে শিশুদের সুপ্ত মেধা-মনন বিকশিত হয়। প্রধান বক্তা এইচ এম শহীদুল্লাহ বলেন, সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলায় শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ন্যায়বোধ সম্পন্ন মানুষ না হয়ে শুধুমাত্র শিক্ষিত হলেই একটি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। বিজ্ঞপ্তি