লিস্টারে বাংলাদেশের তিন দিনের ক্যাম্প

29

আয়ারল্যান্ডে ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর টাইগারদের এবার লক্ষ্য বিশ্বকাপ মিশন। সেই মিশন শুরু হচ্ছে সোমবার থেকে। ডাবলিনে শুক্রবার ম্যাচ শেষ করে বিলম্ব করেনি পুরো দল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় বিশ্বকাপ দলের ১৩ সদস্য লিস্টারে পৌঁছেছেন। অধিনায়ক মাশরাফি মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল ছাড়া বিশ্বকাপ দলের বাকি ক্রিকেটাররা আগামী তিনদিন সেখানে ক্যাম্প করবেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাকিব-মুশফিকদের জন্যে অপেক্ষায় ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এবং অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান মঞ্জুর মোরশেদ। সেখান থেকে একসঙ্গে টিম বাসে করে প্রায় দেড় ঘণ্টা যাত্রা শেষে বাংলাদেশ সময় রাত আড়াইটায় লিস্টারে পৌঁছায় দল।
সেখানে আগামী ২৩ মে পর্যন্ত অবস্থান করবেন মুশফিকরা। যদিও তিন দিনের এই ক্যাম্পে থাকতে পারছেন না তামিম ও মাশরাফি। আগামী ২৩ মের আগে মাশরাফি ও তামিম দলের সঙ্গে যোগ দেবেন। লিস্টারে এই সময়টাতে বিসিবির খরচে টাইগারদের ক্যাম্প করতে হবে।
সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সব দায়-দায়িত্বও বিসিবির। আগামী বৃহস্পতিবার লিস্টার ছেড়ে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে যাবে বাংলাদেশ দল। তখনই আইসিসির প্রটোকল পাবে তারা।
এদিকে ২৪ মে থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে তারা। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।