লামায় গৃহবধূর আত্মহত্যা

7

প্রতিবেশির সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে কামরুন্নেছা (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি পশ্চিম মুসলিম পাড়ায়। কামরুন্নেছা পশ্চিম মুসলিম পাড়ার বাসিন্দা মো. ইসহাকের স্ত্রী।
সূত্র জানায়, ফার্ণিচার বিক্রির টাকা নিয়ে কামরুন্নেছা ও পাশের বাড়ির লোকজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গত শুক্রবার দিনগত রাতে বিষ পান করেন কামরুন্নেছা। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এক পর্যায়ে কামরুন্নেছা চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মারা যান।
বিষপানের দুই দিন পর গৃহবধূ কামরুন্নেছার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কক্সবাজার পুলিশ।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, বিষপানে গৃহবধূ কামারুন্নেছার মৃত্যুর খবর পাইনি।