রোচ-গ্যাব্রিয়ালে লন্ডভন্ড ইংল্যান্ড

23

প্রথম ম্যাচে ৩৮১ রানে লজ্জাজনক হারের পর ইংল্যান্ডের সামনে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু দ্বিতীয় টেস্ট একই অবস্থার আভাস দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে উইন্ডিজরা যে কতটা ভয়ংকর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইংলিশরা।
একে সবুজ ঘাস তার ওপর উইকেটে অসমান বাউন্স। আর এই উইকেটে স্বাগতিক কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত বোলিং। আর এতেই প্রথম ইনিংসে মাত্র ১৮৭ রানেই শেষ ইংলিশদের সব ব্যাটসম্যান। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় ৩০ রানে অপরাজিত আছেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (১১) ও জন ক্যাম্পবেল (১৬)।
পুরো দলের করা ১৮৭ রানের মধ্যে বেয়ারস্টোর ব্যাট থেকেই আসে ৫২ রান। ইংলিশদের সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় অবদান মঈন আলীর। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। এই দুজন ছাড়া বেন ফোকসের ব্যাট থেকে আসে ৩৫ রান।
দুর্দান্ত ছন্দে থাকা পেসার কেমার রোচ একাই নেন ৪ উইকেট। বিনিময়ে দেন ৩০ রান। পেসার গ্যাব্রিয়েল নেন ৪৫ রানে ৩ উইকেট। এছাড়া দুটি নেন আলজারি জোসেফ ও একটি নেন জেসব হোল্ডার।