রোগীলিপি প্রণয়নের মাধ্যমে সঠিক চিকিৎসা সম্ভব

339

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে ৪ ফেব্রæয়ারি সোমবার এসোসিয়েশনের পুরাতন গীর্জা কার্যালয়ে ‘ডালকামারা ও নেট্রাম সালফ’ শীর্ষক এক বিজ্ঞান সেমিনার সংগঠনের সভাপতি এ্যাড. ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সরকার প্রতিনিধি (সাবেক) ও হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, বিএইচএমএ চট্টগ্রাম জেলা সম্পাদক ডা. মো. শামশু উদ্দিন, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মো. ইসমাইল সিরাজী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচএমএ জেলা সহ-সভাপতি ডা. মো. নুরুচ্ছাফা। ডা. আলাউদ্দিন ভূইয়ার সঞ্চালনে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আ.ক.ম. রফিকুল ইসলাম, ডা. মো. ফায়েক এনাম, ডা. এস. এম. ইয়াছিন, ডা. নুরুল ইসলাম আনিস, ডা. দিলীপ কুমার দে, প্রভাষক ডা. মো. মহিউদ্দীন, ডা. ছিদ্দিক আহম্মদ, ডা. জোহরা আক্তার, ডা. এলাহী উদ্দিন, ডা. বিপ্লব শংকর ধর, ডা. এছলা উদ্দীন প্রমুখ। ডালকামারা ও নেট্রাম সালফ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, শরৎকালীন যে কোন অসুস্থতা, ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ ও কফের প্রভাব, উত্তাপে ও অস্থিরতায় উপশম, ঠান্ডায় ঘন ঘন হাঁছি ইত্যাদি রোগে ডালকামারা অত্যন্ত কার্যকরি। মলত্যাগে প্রচুর বায়ু নিঃসরণ, সর্বদায় বিরক্ত ও বিষন্ন ভাব, নখের কোনায় চিকা ধরা, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি রোগে নেট্রাম সালফ একটি কার্যকরি ওষুধ। তবে সব রোগীর ক্ষেত্রেই চিকিৎসকদের রোগীলিপি প্রণয়ন করা জররী। বিজ্ঞপ্তি