রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চাল বিতরণ

48

নগরীর এতিমখানার এতিমদের জন্য চাল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। নগরীর ২১ এতিমখানায় ৪ টন চাল বিতরণ করা হয়। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি ইউনিট রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের চেয়ারম্যান আ.জ.ম.নাছির উদ্দীন এতিমখানার তত্ত¡বধায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে এ চাল তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম ছালাম,সিটি ইউনিট রেডক্রিসেন্টের সভাপতি আবদুল জব্বার, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য এইচ.এম.সালাউদ্দিন ও মহসিন উদ্দিন চৌধুরী ফয়সলসহ রেড ক্রিসন্টে,যুব রেড ক্রিসেন্টের সদস্যরা প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ও রেডক্রিসেন্ট সিটি ইউনিটের চেয়ারম্যান আ জ ম নাছির বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট যে কোন দুর্যোগময় মূর্হূতে অসহায় মানুষদের সাহায্য সহযোগীতায় এগিয়ে যায়। সমাজের সর্বস্তরের মানুষের উচিত আন্তর্জাতিক এ সংগঠনকে সহযোগিতা করা। যাতে আর্তমানবতার সেবায় কাজ করা এই সংগঠন তাদের কার্যক্রমকে আরো বিস্তৃত করতে পারে। সিটি মেয়র আরো বলেন আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের সদস্যরা প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগে সর্বদা মানুষের পাশে দাঁড়ায়। শুধু তা নয় রেডক্রিসেন্ট বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেতনা ধারণ করে রেড ক্রিসেন্ট এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন দেশ। দুর্যোগের কারণে প্রতিবছর অনেক প্রানহানি ও বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এটি সম্ভব হয়েছে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা এবং দুর্যোগ প্রশমনে সরকারের কার্যকর প্রদক্ষেপ গ্রহন। এ প্রসঙ্গে মেয়র বলেন রেডক্রিসেন্ট সোসাইটি আর্ত মর্যাদাবান হয়ে পরোপকারে ব্রতী হবার প্রেরণা যোগায়। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। সময়ের পরিবর্তনে তাদের কার্যক্রম কলবর আরো বেড়েছে। বিজ্ঞপ্তি