রাশফোর্ডের জোড়া গোলে জিতল ম্যানইউ

21

দশজনের আর্সেনালকে আটকে দিল ক্রিস্টাল প্যালেস। বাইরের মাঠে খেলার ১২ মিনিটে গানার্সের যিনি গোল করলেন, সেই পিয়ের এমরিক-আবুমেয়ংই লাল কার্ড দেখলেন। ক্রিস্টাল প্যালেসের জর্ডান আয়ু অবশ্য গোল করলেন অনেকটাই ভাগ্যের সাহায্য পেয়ে, খেলার ৫৪ মিনিটে।
শনিবার ইপিএলে বড় ব্যবধানে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচ সিটিকে তারা হারাল ৪-০ গোলে। জোড়া গোল করলেন মার্কাস রাশফোর্ড। দাপট নিয়ে চেলসিও ৩-০ জিতেছে বার্নলি এফসি-র বিরুদ্ধে। ম্যানইউ জেতায় তাদের প্রথম চারে লিগ শেষ করার সম্ভাবনা বাড়ল। তাদের পয়েন্ট ২২ ম্যাচে ৩৪। ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট পাওয়া চেলসি এখনও চার নম্বরেই রয়েছে।
এদিকে টটেনহ্যামকে তাদের ঘরের মাঠে ১-০ হারাল লিভারপুল। ৩৭ মিনিটে রবের্তো ফিরমিনো এগিয়ে দেওয়ার পরে আর কোনও গোল হয়নি। টটেনহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় নিশ্চিত করে ফেলল জার্গেন ক্লপের দল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৬১।