রাউজানে শীতকালীন ক্রীড়া

36

রাউজানে ৫৬ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শির্ক্ষাথীর অংশ গ্রহণে ৪৮ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা গতকাল মঙ্গলবার সকালে রাউজান আরআরএসসি সরকারী উচ্চ বিদ্যালয়মাঠে শুরু হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাওহিদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার জুনায়েদ কবির, একাডেমিক সুপারভাইজার চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনির হোসেন, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি, রাউজান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদম সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার বড়–য়া প্রমুখ। বার্ষিক এ ক্রীড়ায় ৩০০ ছাত্র-ছাত্রীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাক্তি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, বর্শা নিক্ষেপ, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলায় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা করেন।