রশিদের বিস্ময়কর স্পিনে টিকে রইল হায়দ্রাবাদ

21

রশিদ খানের বোলিং কোটা তখনও শেষ হয়নি। তিন ওভার বোলিং করে ৬ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনার। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তখনই টুইটারে লিখে দিলেন’ রশিদ খানই বিশ্বের সেরা স্পিনার।’ তারপর আরও একটা উইকেট নিয়েছেন আফগান তরুণ। ৪ ওভারে ৭ রান খরচ করে ৩ উইকেট! চলতি আইপিএলে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এটা। রশিদের রেকর্ডের দিনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কাল ৮৮ রানে জিতেছে হায়দ্রাবাদ।
কঠিন সমীকরণে পড়ে গেছে দলটি। কাল দিল্লির বিপক্ষে হারলেই প্লে-অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যেত। কঠিন সমীকরণে দাঁড়িয়ে কাল কী দুর্দান্ত ক্রিকেটটাই না খেলল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাটিং করে ২১৯ রানের পাহাড় গড়ে দলটি। জবাবে ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে গেছে দিল্লি।