ম্যানইউর মাঠে জিতে পিএসজির ইতিহাস

35

উলা গুনার সুলশারের ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানইউর মাঠে কঠিন পরীক্ষায় দারুণ সাফল্য পেলো চোটে জর্জর প্যারিস সেন্ত জার্মেই। ১১ ম্যাচ অজেয় প্রিমিয়ার লিগ ক্লাবকে ভুলে যাওয়া হারের তেতো স্বাদ দিলো ফরাসি চ্যাম্পিয়নরা। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে তারা ২-০ গোলে জিতে ইতিহাস তৈরি করেছে। প্রথম ফরাসি দল হিসেবে ইউরোপিয়ান মঞ্চে ম্যানইউকে তাদের মাটিতে হারালো পিএসজি।
পিএসজির আক্রমণভাগে ছিল বড় ধরনের শূন্যতা। গুরুতর চোটে ছিলেন না নেইমার ও এদিনসন কাভানি। তাদের অভাব পূরণ করার দায়িত্ব পালন করলেন আনহেল দি মারিয়া। প্রেসনেল কিমপেম্বে ও কাইলিয়ান এমবাপেকে দিয়ে দুটি গোল করাতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড রেখেছেন দারুণ অবদান। তাতে ম্যানইউ ক্যারিয়ারে প্রথম হারের অভিজ্ঞতা হলো সুলশারের।
আগামী ৭ মার্চ পার্ক দে প্রিন্সেসে পিএসজির মুখোমুখি হবে ম্যানইউ।
এদিন শেষ ষোলোর আরেক ম্যাচে এএস রোমা ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে এফসি পোর্তোকে। নিকোলো জানিওলোর জোড়া গোলে জিতেছে ইতালিয়ান ক্লাব। ৭০ ও ৭৬ মিনিটে তার দুটি গোলে এগিয়ে যায় রোমা। যদিও ৭৯ মিনিটে আদ্রিয়ানের গোলশোধে ম্যাচে উত্তেজনা বাড়ায় পোর্তো। কিন্তু হার এড়াতে পারেনি তারা।