মোপলস’র হারানো দিনের গানের অনুষ্ঠান

52

মোরাপত্র লেখক সমাজ (মোপলেস), চট্টগ্রাম এর উদ্যোগে ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে “বাঙালি সংস্কৃতি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও হারানো দিনের গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় হোমিওপ্যাথিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রামের সভাপতি ডা. রতন চক্রবর্ত্তী’র সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো: কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ঐতিহ্য সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাভলু চক্রবর্ত্তী, স্বাগত বক্তব্য রাখেন মোপলেস এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ।
এতে আরো বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু, শিল্পী নারায়ণ দাশ, সংগঠক শিমুল দত্ত, সংস্কৃতিকর্মী রতন ঘোষ, সবুজ চৌধুরী রকি। উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল বড়–য়া, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি শাহ্ নুরুল আলম, সংগঠক অরুণ দাশ, দীপ্ত পালিত (স্থপতি), ফারুকুল ইসলাম, মো: ছবির আহমদ, নিলয় দে, প্রিয়াংকা মন্ডল, পাপিয়া দাশ, রূপশ্রী বিশ্বাস, ক্ষমা দাশ, সাবিহা তাহসিন শশী, পার্থ সরকার, রীতা দাশ, ঐশিকা বিশ্বাস, মুগ্ধ দাশ, মো: জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, বাঙালি সংস্কৃতি আমাদের গর্ব ও অহংকার। আবহমানকাল থেকে বাংলা ভাষাবাসীরা এই সংস্কৃতি লালন-পালন করে আসছে। গান-কবিতা-নাটক-নৃত্য-আবৃত্তি-চলচ্চিত্র সবকিছুর সংমিশ্রণে বাঙালি সংস্কৃতি। যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ সেই দেশ তত উন্নত। গান কখনো হারিয়ে যায় না। হাছন-লালন-জারি-সারি-লোকজ আধুনিক গান আমাদের বরেণ্য শিল্পীরা পরিবেশন করে সংগীতকে মর্যাদার আসনে নিয়ে গেছেন। অসংখ্য শিল্পী আমাদের কাছ থেকে চলে গেলেও তাঁদের গাওয়া গানগুলো বাঙালি জাতির সম্পদ হিসেবে রেখে গেছেন, যা সংরক্ষণ করা খুবই জরুরী এতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে এবং বহিঃর্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সভার সভাপতি ডা. রতন চক্রবর্ত্তী বলেন, মোপলেস এর কোনো পৃষ্ঠপোষকতা নেই, তারা নিজস্ব দায়বদ্ধতা থেকে ধারাবাহিক অনুষ্ঠানগুলো করে থাকে। স্বল্প পরিসরে হলেও অনুষ্ঠানটি রুচিশীল ও মানসম্মত। যারা অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সফল করেছেন তিনি সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে হারানো দিনের গান পরিবেশন করেন শিল্পী রূপম মুৎসুদ্দী টিটু, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী পার্থ চৌধুরী, শিল্পী মো: পারভেজ ও শিশু শিল্পী কমল দাশ। মোপলেস এর পক্ষ থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার ভট্টাচার্য্যরে মৃত্যুতে গভীর শোক প্রকাশ, সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার সদ্গতি কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি