মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

152

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট কর্তৃক আয়োজিত ‘মুজিব ১০০’ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। ১৬টি ক্রিকেট অ্যাকাডেমির অংশগ্রহণে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, কোয়ালিটি স্পোর্টসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কলামিস্ট নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রূপের চেয়ারম্যান সানোয়ারা বেগম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানোয়ারা গ্রূপের ম্যানেজিং ডিরেক্টর এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নের জন্য যা যা করা দরকার সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোয়ালিটি স্পোর্টসের পরিচালক কামরুল হাসান। অনুষ্ঠানে কোয়ালিটি স্পোর্টস এ বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সৈয়দ গিয়াস উদ্দিন হেলাল, আব্দুল মোতালেব মাসুদ ও ইঞ্জিনিয়ার ফজলুল হককে।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় রিচ ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছে আফতাব আহম্মদ ক্রিকেট অ্যাকাডেমি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের জুনুনকে খেলা শেষে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলর ও কোয়ালিটি স্পোর্টসের পৃষ্ঠপোষক সৈয়দ গিয়াস উদ্দিন মো. হেলাল। ২য় খেলায় সাইনিং ক্রিকেট অ্যাকাডেমি ৫০ রানে শতাব্দী ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত ইমতিয়ারকে খেলা শেষে পুরস্কৃত করেন কোয়ালিটি গ্রূপের পৃষ্ঠপোষক আব্দুল মোতালেব মাসুদ। বিজ্ঞপ্তি