মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা

61

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগ্রাবাদ পানওয়ালা পাড়া মরহুম বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগরের আহব্বায়ক মসরুর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব হোসেন সরওয়ার্দী’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন বলেন, আসন্ন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমন মুক্তিযোদ্ধা প্রতিনিধি নির্বাচন করতে হবে যারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের সুনাম রক্ষা করতে পারে। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মিয়া। তিনি বলেন, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ করার অনুরোধ জানান। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক সাইমুন সর্দার, সদস্য সাজিদ আনোয়ার, মো: হায়দার, আশরাফুল হক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান মো: ইসহাক মিয়া, মো: বাদশা মিয়া, মো: শাহজাদা, সুমি আক্তার, মুনির হোসেন, নাসিমা আক্তার, মার্জানা আক্তার, আবদুল আজিজ, আয়না বেগম, জান্নাত আরা ফেরদৌস প্রমুখ। বিজ্ঞপ্তি