মুক্তিযোদ্ধা বজলুর রহমান ছিলেন সৎ, ত্যাগী ও সাহসী

60

বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক লিয়াজো অফিসার যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা মরহুম বজলুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের মহানগর আহব্বায়ক শফিউল আজম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শফিউল আজম বাহার বলেন, প্রবীণ রাজনীতিক বজলুর রহমান ছিলেন সৎ, সাহসী ও ত্যাগী। তিনি কর্মী থেকে নেতা হয়েছেন। রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন।
তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন। তার মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আমৃত্যু তিনি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করে গেছেন। এই কাজের কারণেই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এতে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. সজিব তালুকদার, যুগ্ম-আহবায়ক হাসান জাহেদুল, শফিকুল আলম পারভেজ, হাবিবুর রহমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সোহেল, লক্ষন দাশ, আলতাফ হোসেন, মোহাম্মদ সজিব, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সোবহান প্রমুখ।