মালদ্বীপকে উড়িয়ে সৌম্যদের শুভ সূচনা

16

চলমান সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অলরাউন্ড পারফরম্যান্সে ১০৯ রানের বিশাল জয় পেয়েছে সৌম্য সরকারের নেতৃত্বে দলটি। বুধবার (০৪ ডিসেম্বর) কীর্তিপুরের ত্রিভুবন ইউনির্ভাসিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ১৯.২ ওভার খেললেও মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নামা মালদ্বীপের হয়ে দুই ওপেনারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৭৪/৪ (নাঈম ৩৮, সৌম্য ৪৬, শান্ত ৪৯, আফিফ ১৬, ইয়াসির ১২*, জাকির ৪*; ইব্রাহিম ৪-০-৩১-১, আজিয়ান ৩-০-৩৪-১, মাহফুজ ৪-০-৩২-১)
মালদ্বীপ: ১৯.২ ওভারে ৬৫ (আহমেদ ১০, আলি ইভান ১২, রিজান ৬*; তানভীর ৪-০-১৯-৫, সৌম্য ৩.২-০-১৫-১, মিনহাজুল ৪-০-১৭-২, আফিফ ৪-১-৭-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১০৯ রানে জয়ী।
ম্যাচসেরা: তানভীর ইসলাম।