মানব সভ্যতায় জ্যোতিষশাস্ত্রের অপরিসীম অবদান রয়েছে

61

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গত ৮ জুন রবিবার বিকাল ৩ টার সময় প্রথম দিনে অধ্যক্ষ এ.আর.আচার্য্যরে সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে জাতীয় জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন, ড. নুরুল ইসলাম বখতিয়ার (সভাপতি, কেন্দ্রীয় কমিটি- বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি), নীলরতন দাশগুপ্ত- (মুক্তিযোদ্ধা, সহ-সভাপতি, বঙ্গবন্ধু একাডেমী)। কে সি পাল (কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি), প্রফেসর ড. কে. রহমান হাওলাদার (মনোবিজ্ঞানী) এম.কে শর্ম্মা (সাধারণ সম্পাদক,চট্টগ্রাম জ্যোতিষ গবেষণা সমিতি)। প্রধান বক্তা ড. মাধব আচার্য্য, (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা)। সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সৈয়দ আতিকুর রহমান পবিত্র গীতা পাঠ করেন অরূপ আচার্য্য। এই জ্যোতিষ সম্মেলনে সকলে একই মত পোষণ করে যে, জ্যোতিষ বিজ্ঞান ও মানবসভ্যতার ক্রমবিকাশের ধারায় ওতপ্রোতভাবে সম্পৃক্ত। প্রাচীনকালে রাজা মহারাজাগণ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করেই দেশের রাজনীতি, যুদ্ধ, প্রভৃতির মতো গুরুত্ব্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। মানবসভ্যতার উষালগ্ন থেকেই মানুষ প্রকৃতির বিবিধ প্রতিকূলতার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে আসছে। সমাজ সভ্যতার চিরকালই আগামীকাল কি হবে, এই নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল এবং এখনও আছে।
এইক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রবিদরা দুর্যোগ ও দুর্বিপাকের সম্পর্কে পূর্বাহ্নে মানুষকে সতর্ক করে দিতে পারেন। তবে সেই হবে জ্যোতিষচর্চার সর্বোত্তম সাফল্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , স্বপন কুমার চক্রবর্ত্তী, ড. মাধবাচার্য্য, সলিল আচার্য্য, বিপুল সরকার বিপ্লব, সৈয়দ আতিকুর রহমান, বরুন কুমার আচার্য্য (বলাই), কার্তিক আচার্য্য, রাজু আচার্য্য, সুবীর আচার্য্য, অরূপ আচার্য্য, মিঠু আচার্য্য, রুদ্র আচার্য্য, সমীরণ আচার্য্য, জয় আচার্য্য, বিকাশ আচার্য্য, টিটু আচার্য্য, কুশ মিশ্র, পন্ডিত পান্নালাল শাস্ত্রী, শয়ন আচার্য্য, উত্তমশর্ম্মা, সজল কুমার চৌধুরী, শান্তিপদ আচার্য্য, তরুণ কুমার আচার্য্য, অনুপ আচার্য্য প্রমুখ, শয়ন কুমার আচার্য্য, সাংবাদিক সমীরন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি