মানবসেবায় নিজের জীবনকে পরিচালিত করাই প্রকৃত মানবের পরিচয়

73

অসাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে মানবসেবার মাধ্যমে নিজের জীবনকে পরিচালিত করাই প্রকৃত মানবের পরিচয়। বর্তমানে নৈতিকতার স্খলনে বিপর্যস্ত সমাজকে আলোর পথ দেখাতে পারে সৃজনশীল প্রকাশনা। আর তাই সুমেধানন্দ মহাথেরোর প্রকাশনা ধর্ম-দর্শনে নৈতিকতা ও মানবতার বিশ্লেষণে সৃজনশীল সাহিত্যের কাতারে পৌঁছুতে সক্ষম হবে। অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপক, বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো বিরচিত ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনী সংস্থা অমিতাভ প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ ৩টির মধ্যে রয়েছে ‘জাতক সাহিত্যে নীতি-নৈতিকতা-মানবতা’, ‘বুদ্ধের ধর্ম ও দর্শন’ এবং ‘জীবন-জীবনী ও স্মৃতিকথা’। অমিতাভ প্রকাশনের আয়োজনে গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি পালি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়–য়ার সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল চৌধুরী। লেখকের জীবনী পাঠের পর অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রন্থ ৩টির মোড়ক উন্মোচন করেন। গ্রন্থের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুলেখা পাল, লতিফা-সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সাতকানিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া। অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রত্যুষা বড়ুয়া ও স্নিগ্ধনীল বড়ুয়া। প্রকাশকদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপক স্মৃতি বড়ুয়া ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সমাজকল্যাণ সম্পাক উজ্জ্বল কান্তি বড়ুয়া। গ্রন্থকার প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো তার অভিব্যক্তিতে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুস্পস্তবক অর্পণ করেন অধ্যাপক সঞ্জীব সেনগুপ্ত, অধ্যাপক প্রণবানন্দ চৌধুরী, প্রত্যুষা, স্বপ্নীল, পুষ্পিতা ও অথৈ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমিত্তানন্দ ভিক্ষু ও বোধিমিত্র বড়ুয়া। বিজ্ঞপ্তি