মঈন উদ্দিন খান বাদলের সাথে বাগীশিক চান্দগাঁও সংসদের মতবিনিময়

64

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন বাগীশিক চান্দগাঁও থানা সংসদের নবনির্বাচিত কর্মকর্তারা। গত ৬ জুলাই সকালে নগরীর চান্দগাঁও আবাসিকে তাঁর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় বাগীশিক নেতৃবৃন্দ মঈন উদ্দিন খান বাদলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাগীশিকের কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময়কালে মঈন উদ্দিন খান বাদল এমপি বাগীশিক’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের আগামীর পথচলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংগঠক ডা. দেবাশীষ মজুমদারের তত্ত¡াবধানে ও বাগীশিক চান্দগাঁও থানা সংসদের সভাপতি ডা. জীবন চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক কর্মকর্তা ইটু সেন, রাসেল কান্তি নাথ, দেবাশীষ রঞ্জন সুশীল, বিপ্লব দেব (লালু), আশীষ দেবনাথ, হারাধন বিশ্বাস, ডা. পুষ্পিতা দে বেবী, রঞ্জন চৌধুরী, অভিজিত দাশ, রাকেশ দাশ, ডা. রাজীব চৌধুরী, জনি বিশ্বাস, ডা. আশীষ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি

এপেক্স ক্লাব
চট্টগ্রামের স্কুলিং

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ক্লাব স্কুলিং ও ডিনার সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই শনিবার রাতে নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জেলা তিনের বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানরা।


অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, এপেক্স ইন্টারন্যাশনালের অতীত সভাপতি ও পিএনপি কুতুবুদ্দৌলা, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর মহিউদ্দিন শাহ আলম নিপু ও জেলা তিন গভর্নর এরশাদুর রহমান রিটু। ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ক্লাবের সেক্রেটারি জিয়াউল হক জিল্লু, অতীত সভাপতি এনায়েত উল্লাহ হাজারী, আইপিপি হাসান আহসানুল কবির সুজন, এসভিপি নজরুল ইসলাম, নোয়াপাড়া ক্লাবের সভাপতি শেখ আক্তারুজ্জামান পারভেজ, স›দ্বীপ ক্লাবের সভাপতি আবদুল কাদের, চট্টগ্রাম ক্লাবের সেবা পরিচালক মেজবাহ উদ্দিন খন্দকার, ট্রেজারার এডভোকেট এস.এম আশরাফ উদ্দিন, আলমগীর হোসেন, আশরাফুল আলম ভূঞা, শফিকুল ইসলাম, মেট্রোপলিটন ক্লাবের রাজিউর রহমান বিতান, গ্রিন সিটির নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন প্রশ্নকারীকে পুরস্কার দেয়া হয়। বিজ্ঞপ্তি

সেন্ট প্ল্যাসিডস স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ১২ জুলাই
চট্টগ্রাম বন্দরের চিত্র শিল্পী শওকত জাহানের উদ্দ্যোগে এলিট পেইন্ট গ্রæপ এবং সুপার গ্রæপের সহযোগিতায় ১২ জুলাই শুক্রবার বিকাল ৩টায় সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন কানাডিয়ান প্রিন্সিপ্যাল ব্রাদার মার্সেল ও পাথরঘাটা গীর্জার কানাডিয়ান পুরোহিত ফাদার পি.বেনুয়ার স্মরণে নগরীর ১০টি আর্ট স্কুলের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হবে। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করবেন সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল ব্রাদার সুভ্রত লিও রোজারিও, বিশেষ অতিথি থাকবেন সেন্ট স্কলাস্টিকাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল সিস্টার রেনু মারিয়া পালমা, কনভেন্টের প্রাক্তন প্রিন্সিপ্যাল সিস্টার গাবরিয়াল, এলিট পেইন্ট গ্রæপ এবং সুপার গ্রæপের সিনিয়র জি.এম সুভ্রত দেব ও চট্টগ্রাম বিপণী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক জনাব শামসুদ্দিন আহমেদ।
১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং প্রতষ্ঠান থেকে কাগজ সরবরাহ করা হবে। বিজ্ঞপ্তি