ভারতীয় বোর্ডের হুমকি বিদেশি লিগ খেলতে হলে তাকে অবসর নিতে হবে

27

ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমোদন নেই। তারপরও টাকার ঝনঝনানি শুনে নিয়ম ভেঙে অনেকে বাইরে খেলতে যান। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আরও কঠোর হতে যাচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফটে এবার নাম ঢুকেছে ভারতীয় স্পিনার প্রবীন তাম্বের। সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্স নিয়েছে তাকে। কিন্তু বর্ষীয়ান এই স্পিনার শেষতক ওই লিগে খেলতে পারবেন কি না, সংশয় থেকেই যাচ্ছে। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড তার ওপর খেপে রয়েছে। আর বিদেশে খেলতে যেতে হলে বিসিসিআইয়ের ছাড়পত্র নিয়ে তবেই যেতে হবে। বোর্ডের অনুমোদন না নিয়েই গত বছর আবুধাবিতে টি-টেন লিগে খেলতে চলে গিয়েছেলেন তাম্বে। যার শাস্তি হিসেবে আইপিএল থেকে বাদ পড়েন। এবারও সিপিএলে নাম পাঠিয়ে দিয়েছেন।
বোর্ড থেকে অনুমতি মিলবে কি না, সেটার তোয়াক্কাই করেননি ৪৮ বছর বয়সী এই স্পিনার। বয়স অনেক হয়ে গেলেও এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাননি তাম্বে। এমতাবস্থায় তাকে বাইরে লিগ খেলতে দেয়া হবে না বলেই আভাস দিলেন বিসিসিআইয়ের একজন কর্তা।