বড় জয়ে জিম্বাবুয়ের শুরু

25

চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করলো জিম্বাবুয়ে। বুধবার হারারেতে আমিরাতের দেওয়া ১১১ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৬১ বল বাকি থাকতে জয় তুলে নেয় পিটার মুর ও তার দল।
রান তাড়া করতে নেমে ক্রেইগ আরভিনের ৫১ ও রেগিস চাকাভার ৩৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। আমিরাতের হয়ে কাদের আহমেদ, রোহান মুস্তাফা ও ইমরান হায়দার একটি করে উইকেট নেন। টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে আমিরাত। সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ বুতা। দলের হয়ে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে তেন্দাই চাতারা সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া কাইল জারভিস, ডোনাল্ড ট্রিপানো ও ব্র্যান্ডন মাভুতা ২টি করে উইকেট পান। দারুণ বল করা চাতারা ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ১২ এপ্রিল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।