ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর ৩৮ জন করোনায় আক্রান্ত

26

করোনা ভাইরাসকে শুরুতে পাত্তা না দেওয়ার ফল যেসব দেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে, ব্রাজিল তাদের অন্যতম। দেশটি এখন করোনার অন্যতম হটস্পট। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়া সত্তে¡ও দেশটিতে ঘরোয়া ফুটবল মৌসুমের বাকি সময়ের খেলা ফের শুরু হচ্ছে।
ফের মৌসুম শুরুর আগে ব্রাজিলের ক্লাবগুলোর খেলোয়াড়দের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আর সেখানেই চমকে দেওয়া তথ্য বেরিয়ে এসেছে। পরীক্ষায় ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
২০১৯ কোপা লিবার্তাদোরেস জয়ী ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে মূল দলের ৩ জন খেলোয়াড়ের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
করোনা ছড়িয়ে পড়ার পর ঘরোয়া ফুটবল স্থগিত করা হয় ব্রাজিলে। ফুটবলারদের সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছিল। কিন্তু করোনা পরীক্ষার ফলাফল বলছে তারা নিয়ম মেনে চলেননি।