ব্যাংকপাহাড় এলাকায় পানীয় জলের সঙ্কট নিরসনের দাবি

13

বায়েজিদের বাংলাবাজার ব্যাংক পাহাড়ে বসবাসরত গরীব-অসহায় বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানীয় জলের সঙ্কট নিরসণসহ সৃষ্ট অন্যান্য দূর্ভোগ লাঘবে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবীতে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, কেন্দ্রিয় কমিটির এক আলোচনা সভা গত সোমবার বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাংলাবাজার ব্যাংক পাহাড়ে প্রায় ছয় হাজার মানুষের বসবাস হলেও সেখানে বিশুদ্ধ খাবার পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় স্থানিয় বাসিন্দারা নিদারুন কষ্টের সম্মুখিন হচ্ছেন প্রতিনিয়ত।
তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এখানকার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পাশ্ববর্তী প্রায় এক কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে পাইপের মাধ্যমে মাসিক চুক্তির মাধ্যমে পানি সংগ্রহ করতে হয় এবং খরিদ করা এই নির্দিষ্ট পরিমান পানি দিয়ে এখানকার বাসিন্দাদের দৈনন্দিন গৃহস্থালির কাজ সম্পাদন করতে হয়। ফলে বাসিন্দারা প্রতিনিয়ত অন্তহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে বাংলাবাজার ব্যাংক পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের সৃষ্ট সমস্যা-সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান। সভায় কার্যকরি সভাপতি আমিনুল হক জুয়েল, সাধারণ সম্পাদক সাহেনা আক্তার, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক ইমদাদুল হক ইমন, হান্নান রহিম তালুকদার, ঐন্দিলা চৌধুরী, সামশুল হক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি