‘বৌদ্ধ ধর্ম-সংস্কৃতি স্রোতধারা’ প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

39

দেশে বৌদ্ধ সমাজের চলমান সমাজ-সংস্কৃতির গ্রহণযোগ্য পরিবর্তন এনে “বৌদ্ধ ধর্ম-সংস্কৃতি স্রোতধারা” প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি এক গবেষণামূলক গোলটেবিল বৈঠক বিশিষ্ট লেখক প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজ সংস্কার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ সভায় পারিবারিক পর্যায়ে শিশু কিশোরসহ দৈনন্দিন সদ্ধর্মচর্চার নিয়মিত নতুন আচার প্রচলনের এবং চলমান বিবাহ পদ্ধতি সংস্কারের ২টি প্রস্তাবনার ভিত্তিতে বিবিধ বৌদ্ধ সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের প্রস্তাবনা স্বপক্ষে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, দুলাল বড়ুয়া, ডা: সুমেধ বড়ুয়া, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, এডভোকেট প্রভূতি রঞ্জন বড়ুয়া, অধ্যাপক সুদত্ত বড়ুয়া মুৎসুদ্দী, এড. সভ্যসাচী বড়ুয়াসহ ২৭ জন। ওইদিন সকাল ১১টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত একই প্রসঙ্গে এবং একই নিয়মে বিহার কেন্দ্রিক সমাজ নেতৃবৃন্দের সাথে বৌদ্ধ সমাজ সংস্কার অন্দোলনের কেন্দ্রীয় নেতৃবর্গের ধারণা বিনিময়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি