বৃদ্ধাশ্রম কারও মা-বাবার ঠিকানা হতে পারে না

121

অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সমাজসেবী অনিতা চৌধুরী বলেন, পিতা-মাতা সন্তানের জীবনে প্রথম শিক্ষক। মা আমাদের লালন পালন করেন। বাবা সন্তানের জীবনে বটবৃক্ষের মতো। বৃদ্ধাশ্রম কোন মা-বাবার ঠিকানা হতে পারে না। প্রত্যেক সন্তানের উচিৎ মা-বাবার সেবা করা। তিনি গত ১৬ জুন বিকালে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) আয়োজিত আলোকিত পিতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে স্বর্গীয় খোকন দত্ত স্মৃতিমঞ্চে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীমাস সভাপতি নিরূপমা দেবনাথ। এতে আশীর্বাদক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় ল²ী দেবী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া আইন কলেজ অধ্যক্ষ অ্যাড. অনুপম নাথ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কথক দাশ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, রাজনীতিবিদ চন্দ্রশেখর রায় দাশ, জ্যোতিষভাস্কর ড. শ্রীরাম আচার্য্য। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। সংবর্ধনাপ্রাপ্ত আলোকিত পিতারা হলেন- হারাধন শর্মা, অনিল দাশ, সুনীল দেবনাথ, পুলিন বিহারী নাথ, সুনীল মহাজন, রাজমোহন দাশ। শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন নিঝুম দাশ বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন গীমাস সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন তন্বী দাশ। সঙ্গীত পরিবেশন করেন শিউলী শীল। বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় নেতা লায়ন কৈলাশ বিহারী সেন, সমাজসেবক টুটুন মহাজন, ফটোশিল্পী নিউটন দত্ত, সংগঠক টিটু দাশ, টিটু মল্লিক, পীযুষ কান্তি নাথ, অতিন্দ্রিয় আচার্য্য তীর্থ ও হৃদয় আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি